• নুসরাত কম্পিউটার

    ভর্তি চলছে!! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! ***(সকাল 10 টা থেকে রাত 09 টা পর্যন্ত ) *** কম্পিউটার কোর্স এ ভর্তি হতে যোগাযোগ করুন। কল/Whatapps 01820042000 @@কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়। যোগাযোগে: হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা I

    নুসরাত কম্পিউটার

    নুসরাত কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমাদের সকল সেবা আপনাদের জন্য নুসরাত কম্পিউটারে জুন-ডিসেম্বর (কম্পিউটার কোর্স) -এ ভর্তির আবেদন গ্রহণ করা শুরু হয়েছে .. ভর্তি< হতে যোগাযোগ করুন হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি । ফোন 01820042000 বি:দ্র: কোর্স শেষে সরকারী সনদ প্রদান করা হয়।/marquee>

    Monday, 19 September 2022

    জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

     

    ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: আবেদনের যোগ্যতা ও সময়সূচি

    ২০২২ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তির জন্য ফরমপূরণ শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। ভর্তি আবেদনের যোগ্যতা ও ভর্তির সময়সূচি সম্পর্কে জানুন।

    জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি (পাস) ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ভর্তির যোগ্যতা ও সময়সূচি

    ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে ডিগ্রির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে, ডিগ্রির ভর্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ডিগ্রি ভর্তির সকল কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে। ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে নিচের ঠিকানায়।

    ভর্তি আবেদনের ঠিকানা: www.nu.ac.bd/admissions

    ডিগ্রি পাস কোর্স ভর্তি আবেদনের সময়সূচি ও ফি

    ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, অনলাইনে ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হবে ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ১১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

    ভর্তির প্রাথমিক আবেদন ফি ২৫০/= টাকা। প্রাথমিক আবেদন ফি পরিশোধ করতে হবে ১২ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে।

    ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৪৮৫/= টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

    ২০২২ সালের ডিগ্রি (পাস) ১ম বর্ষ ভর্তি যোগ্যতা

    নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২২ সালের ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষে ভর্তি হতে পারবে।

    ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের HSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০১৯/২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

    খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভোকেশনাল), এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজেন্ট) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে ।

    ইংরেজী মাধ্যম O-Level ও A-Level শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

    গ) ২০১৭/২০১৮/২০১৯ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৯/২০২০/২০২১ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে ।

    এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল অ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে।

    সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

    উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Leve পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

    বিদেশী সার্টিফিকেটধারী (বাংলাদেশের নাগরিক) শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা

    ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে, তারাও এ ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

    এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল অ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে।

    সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

    উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট , বোর্ড কর্তৃক সমতা নিরূপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

    ডিগ্রি ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

    যে সব শিক্ষার্থী এবারের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে পারবেন না






    নিম্নোক্ত শিক্ষার্থীরা এবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না।

    উ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ অথবা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে, সে সকল শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে না।

    তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সে ভর্তি হতে পারবে।

    চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

    ২০২২ সালের ডিগ্রি ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন। কোন বিষয় বুঝতে সমস্যা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন।

    No comments:

    Post a Comment

    Fashion

    Mahamudul Hasan

    Mahamudul Hasan
    Director@NusratComputer

    Beauty

    নুসরাত কম্পিউটারের সাইট এ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ সব সময় নতুন কিছু জানতে আমাদের You Tub Chanel ‘‘DST TV’’ অথবা ‘‘NCTC’’ তে লাইক কমেন্ট ও Subscribe করুন। #myNavbar > marquee:nth-child(3)

    Travel