• নুসরাত কম্পিউটার

    ভর্তি চলছে!! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! ***(সকাল 10 টা থেকে রাত 09 টা পর্যন্ত ) *** কম্পিউটার কোর্স এ ভর্তি হতে যোগাযোগ করুন। কল/Whatapps 01820042000 @@কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়। যোগাযোগে: হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা I

    নুসরাত কম্পিউটার

    নুসরাত কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমাদের সকল সেবা আপনাদের জন্য নুসরাত কম্পিউটারে জুন-ডিসেম্বর (কম্পিউটার কোর্স) -এ ভর্তির আবেদন গ্রহণ করা শুরু হয়েছে .. ভর্তি< হতে যোগাযোগ করুন হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি । ফোন 01820042000 বি:দ্র: কোর্স শেষে সরকারী সনদ প্রদান করা হয়।/marquee>

    Wednesday, 16 January 2019

    মাইক্রোসফট ওয়ার্ড এর সম্পূর্ণ ক্লাস ( ১ম পর্ব)

    Microsoft Office word এর বিবরণ

    মাইক্রোসফট ওয়ার্ড কি?
    উঃ মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে, দলিল,  প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালিখির কাজ সম্পাদন/সংরক্ষণ করতে পারেন।
    মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা যা করতে পারব যেমন :
    ১. দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা, প্রিন্ট করা
    ২. ডিজাইন করা।
    ৩. টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা।
    ৪. ব্যক্তিগত নোট তৈরি করা ইত্যাদি।
    মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবো ??? 
    উঃ Start> All Programs> Microsoft Office> Microsoft Office Word 200৭/২০১০/২০১৩-এ প্রবেশ করলে ডিফল্টভাবে এরকম একটি সাদা Page আমাদের সামনে ওপেন হবে।
    MS Office 2010 এর চিত্র

    মাইক্রসফট ওয়ার্ড এর কোন অংশ কে কি বলা হয় দেখে নিন 


    মাইক্রোসফট ওয়ার্ডডকুমেন্ট –এর লেখা মোছার নিয়ম:
    ডকুমেন্ট এ কোন লেখা ভূল হলে তা মোছার জন্য দুটি পদ্ধতি রয়েছেঃ
    ১. Backspace Key: কী-বোর্ড থেকে Backspace Key চাপলে কার্সরের বামদিকে থেকে অক্ষর মুছে যাবে।
    ২. Delete Key: কী-বোর্ড থেকে Delete Key চাপলে কার্সরের ডানদিক থেকে অক্ষর মুছে যাবে।
    মাইক্রোসফট ওয়ার্ডডকুমেন্ট –এর মোছা লেখা ফেরৎ আনার নিয়ম:
    আমরা অনেক সময় ভুলবশত ডকুমেন্ট-এর লেখা কেটে ফেলি বা কেটে যায়,এ কেটে ফেলা লেখা ফেরত আনতে হলে Keybord থেকে Ctrl+Z ক্লিক করতে হবে।
    লেখা সিলেক্ট বা ব্লক করাঃ
    MS WORD এ কোন লেখাকে কালার করতে হলে প্রথমে লেখা সিলেক্ট করে নেওয়া জরুরী। লেখাকে বস্নক বা সিলেক্ট করলে তা কালো অংশে ঢেকে যায়। ইচ্ছা করলে মাউস এবং কিবোর্ড দিয়ে সিলেক্ট করা যায়। কিবোর্ড দিয়ে SHIFT কী চেপে ধরে অ্যারো কি চাপ দিতে থাকলে তা সিলেক্ট হতে থাকবে। ডকেমেন্ট এর পুরো লেখা সিলেক্ট করতে হলে Ctrl+A চাপতে হবে, নিচে দেখুন লেখা সিলেক্ট হয়েছে।
                লেখা সিলেক্ট করা বাতিল করতে হলে মাউস দিয়ে ডকুমেন্টের যে কোন জায়গায় ক্লিক করুন অথবা Keybord থেকে অ্যারো কি চাপ দিন।
    আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাস খুব শীঘ্রই আসবে ... আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ফুল সিরিজ টি ফল্লও করুন আশা করছি আপ্নারা খুব ভাল করেই শিখতে পারবেন । আর এই ক্লাস ভাল লাগলে অবশ্যই বন্ধু দের সাথে সেয়ার করে দেবেন ।

    No comments:

    Post a Comment

    Fashion

    Mahamudul Hasan

    Mahamudul Hasan
    Director@NusratComputer

    Beauty

    নুসরাত কম্পিউটারের সাইট এ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ সব সময় নতুন কিছু জানতে আমাদের You Tub Chanel ‘‘DST TV’’ অথবা ‘‘NCTC’’ তে লাইক কমেন্ট ও Subscribe করুন। #myNavbar > marquee:nth-child(3)

    Travel