📰 ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ১৪ দিন, নির্বাহী আদেশে আরও ১৪ দিন
সময়রামগড় নিউজ ডেস্ক | রামগড়:
বাংলাদেশ সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, পাশাপাশি নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ, মোট ২৮ দিনের সরকারি ছুটি থাকবে ২০২৬ সালে। তবে এর মধ্যে কিছু ছুটি সাপ্তাহিক বন্ধের দিন (শুক্র ও শনিবার)-এর সঙ্গে মিলে যাবে।
🕌 ঐচ্ছিক ছুটি
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নিম্নলিখিত ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে—
মুসলিম ধর্মীয় উৎসবে মোট ৫ দিন
হিন্দু ধর্মীয় উৎসবে মোট ৯ দিন
খ্রিস্টান ধর্মীয় উৎসবে মোট ৮ দিন
বৌদ্ধ ধর্মীয় উৎসবে মোট ৭ দিন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন
তবে একজন কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এজন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।
🏢 ছুটি ভোগের নিয়ম
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে—
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করা যাবে।
তবে যেসব অফিসের ছুটি বা সময়সূচি নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত, বা সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষিত, তারা নিজস্ব বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।
📅 নাগরিক ও অফিস ব্যবস্থাপনায় গুরুত্ব
প্রতি বছরের মতো এবারও সরকারি ছুটি-তালিকা প্রকাশের পর সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকিং খাতে পরিকল্পনা গ্রহণ শুরু হয়েছে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই বছরের সময়সূচি পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছে।
🔸সংবাদ উৎস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, নভেম্বর ২০২৫
🔹প্রকাশিত: সময়ের রামগড় নিউজ পোর্টাল
Sunday, 9 November 2025
Home
Unlabelled
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: সাধারণ ১৪ দিন, নির্বাহী আদেশে আরও ১৪ দিন




No comments:
Post a Comment