• নুসরাত কম্পিউটার

    ভর্তি চলছে!! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! ***(সকাল 10 টা থেকে রাত 09 টা পর্যন্ত ) *** কম্পিউটার কোর্স এ ভর্তি হতে যোগাযোগ করুন। কল/Whatapps 01820042000 @@কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়। যোগাযোগে: হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা I

    নুসরাত কম্পিউটার

    নুসরাত কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আমাদের সকল সেবা আপনাদের জন্য নুসরাত কম্পিউটারে জুন-ডিসেম্বর (কম্পিউটার কোর্স) -এ ভর্তির আবেদন গ্রহণ করা শুরু হয়েছে .. ভর্তি< হতে যোগাযোগ করুন হাই প্লাজা, রামগড়, খাগড়াছড়ি । ফোন 01820042000 বি:দ্র: কোর্স শেষে সরকারী সনদ প্রদান করা হয়।/marquee>

    Tuesday, 7 May 2019

    এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) প্রক্রিয়া ২০১৯ সম্পন্ন করবেন যেভাবে

    এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) প্রক্রিয়া ২০১৯ সম্পন্ন করবেন যেভাবে


    ০৬ মে ২০১৯ তারিখ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য…

    আবেদনের সময়সীমাঃ

    এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০৭-০৫-২০১৯ তারিখ থেকে ১৩-০৫-২০১৯ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

    ফলাফল পুনঃনিরীক্ষণ কিঃ

    আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

    কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ

    ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
    • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
    • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )
    • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

    আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

    মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
    RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
    উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
    এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
    উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
    RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
    এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।
    ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
    RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
    উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
    RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
    ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

    No comments:

    Post a Comment

    Fashion

    Mahamudul Hasan

    Mahamudul Hasan
    Director@NusratComputer

    Beauty

    নুসরাত কম্পিউটারের সাইট এ ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ সব সময় নতুন কিছু জানতে আমাদের You Tub Chanel ‘‘DST TV’’ অথবা ‘‘NCTC’’ তে লাইক কমেন্ট ও Subscribe করুন। #myNavbar > marquee:nth-child(3)

    Travel