কম্পিউটার
শেখা কেন প্রয়োজন ?
জীবিকা
নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন
করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার
প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা
অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। এক জন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয়
জানা না থাকে তা হলে সামান্য ই-মেল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে
চলে যায়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ।
আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই
তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে।
কখন কোথায় শিখবেন ?
কম্পিউটার
শিক্ষা নিয়ে সচেতনতা বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে
আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে এখন অনেক সহজ
হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক
কম্পিউটটা(অফিস
কোর্স), গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট।
কম্পিউটার
শিক্ষা শুরু করার সময়টাও জানা দরকা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু
সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়,
আর ‘নামী দামি’ প্রতিষ্ঠানের সংখ্যাও বড় কম নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে
বিভ্রান্ত পড়ুয়া ও তাদের অভিভাবকেরা। এই বিভ্রান্তির সমাধান নিয়ে হাজির
রয়েছে “যুব
উন্নয়ন”এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের অনুমোদিত
মানব সম্পদ উন্নয়ন বিভাগ, তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কারিগরী
শিক্ষা বোড এর অধীনে প্রথম সারির
প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে এ ধরনের কোর্স চালানোয় হয়
যুব
উন্নয়ন এর উপ শাখা হিসাবে নুসরাত
কম্পিউটার রামগড় কে- চুক্তি করে কম্পিউটার অফিস কোর্স প্রশিক্ষণ দেওয়ার জন্য। পড়ুয়ারা পরীক্ষা দিয়ে যুব উন্নয়ন এর কারিগরী বোড এর
সার্টিফিকেট পেয়ে যায়, যা তাদের চাকরির বাজারে অনেকটা
এগিয়ে দেয়।
কখন কোথায় শিখবেন ?
No comments:
Post a Comment